A এক হিসাবকালের বেশী সময়ের জন্য লেনদেন সংঘটিত হওয়ায়
B ডেবিট সমূহকে ক্রেডিটের সমান করা
C বছর শেষে নামিক হিসাবসমূহ বন্ধ করা
D হিসাবের ভুল জেরসমূহ শুদ্ধ করার জন্য
/105
+ Answer
A
+ Explanationহিসাবচক্রে ধারাবহিক পদ্ধতিতে হিসাব রাখা সত্ত্বেও সংশ্লিষ্ট হিসাবকালের কিছু অর্জিত আয় ও সংঘটিত ব্যয় হিসাবভুক্ত হয় না। কারণ এগুলো এক হিসাবকালের চেয়ে বেশি সময়ের জন্য সংঘটিত হয়। ফলে একটি নির্দিষ্ট সময়কালে সঠিক আয়-ব্যয় ও সঠিক নীট ক্ষতি বা লাভ বা মুনাফা নির্ণয়ের জন্য সংশ্লিষ্ট হিসাবকালের সাথে অর্জিত আয় ও সংঘটিত ব্যয় সমন্বয় করতে হয়। আর এ জন্যই সমন্বয় দাখিরঅর প্রয়োজন হয়।