+ Explanationকোন বিশেষ তারিখে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য উদ্বর্তপত্র তৈরি করা হয়। আর উদ্বর্তপত্রের উপাদানগুলো হলো সম্পত্তি ও দায় (বহিঃদায় ও আন্তঃদায়) অর্থাৎ (ক) ব্যক্তিবাচক হিসাবসমূহকে (দেনাদার) সম্পত্তি, দায় (পাওনাদার) এবং ইকুইটি (মূলধন)। (খ) সম্পত্তিবাচক হিসাবসমূহ নগদ টাকা। ব্যাংকে জমা প্রভৃতি স্থায়ী ও চলতি সম্পদ। সুতরাং উদ্বর্তপত্রে কখনই নামিক (আয়-ব্যয় বাচক হিসাব) সমূহ অন্তর্ভুক্ত হয় না।