+ Explanationকারবারের নীট মুনাফা বা ক্ষতি নির্ণয়ের জন্য লাভ-ক্ষতি হিসাব প্রস্তুত করা হয়। লাভ-ক্ষতি হিসাবরে ডেবিট দিকে ব্যয় জাতীয় হিসাবসমূহ ও ক্রেডিট দিকে আয় জাতীয় হিসাব সমূহ লিপিবদ্ধ করা হয়। এ হিসাবে যদি আয় হতে ব্যয় বেশি হয় তবে নীঠ ক্ষতি নির্দেশ করে, আর ব্যয় আয় বেশি হলে হয় নীট লাভ।