+ Explanation(১) অগ্রীম সংক্রান্ত ও (২) কবেয়া সংক্রান্ত সমন্বয় এন্ট্রি এই দুই ভাগে সমন্বয় এন্ট্রি সমূহকে ভাগ করা যায়। অগ্রীম সংক্রান্ত সমন্বয় এন্ট্রির মধ্যে পড়ে আয়ের অগ্রীম প্রাপ্তি ও ব্যয়ের অগ্রীম প্রদান। আয়ের অগ্রীম সমন্বয় করা হলে অগ্রীম আয় (দায়) ডেবিট ও আয় ক্রেডিট। অর্থাৎ এর দ্বারা দায়া হ্রাস ও আয় বৃদ্ধি পায়। ব্যয়ের অগ্রীম সমন্বয় কর হলে ব্যয় বৃদ্ধি ও সম্পত্তি হ্রাস পায়। কবেয়া সংক্রান্ত সমন্বয় এন্ট্রির করা হলে ব্যয় বৃদ্ধি ও বকেয়া ব্যয় (দায়) বৃদ্ধি পায় আর আয়ের বকেয়া সমন্বয় করা হয়- আয় বৃদ্ধি ও বকেয়া বা প্রাপ্য আয় (সম্পত্তি) বৃদ্ধি পায়। অর্থাৎ একটি নির্দিষ্ট সমন্বয় এন্ট্রি (বকেয়া বা প্রাপ্য আয়ের সমন্বয়) দ্বারা সম্পত্তি হিসাবের সৃদ্ধি ঘটলে, এর ক্রেডিট দিক দ্বারা বা ক্রেডিট দ্বারা আয় বৃদ্ধি পায়।