+ Explanationআয় বাবদ অগ্রীম গ্রহণ করলে সম্পত্ত (নগদ টাকা) ও দায় (অগ্রীম আয়) বৃদ্ধি পায়। আর হিসাবকাল শেষে আয় অর্জিত হলে এ অগ্রীম আয় সমন্বয় করার ফলে আয় বৃদ্ধি পায় অর্থাৎ আয় হিসাব ক্রেডিট করতে হয় এবং (অগ্রীম আয়) দায় হ্রাস পায় অর্থাৎ দায়কে ক্রেডিট করতে হয়।