Question:অবচয়ের জন্য সমন্বদয় জাবেদা না করা হলে নিচের কোনটি সত্য হবে-
A সম্পত্তি কম দেখানো হবে
B নীট মুনাফা কম দেখানো হবে
C মালিকানা স্বত্ব কম দেখানো হবে
D ব্যয় কম দেখানো হবে
E ব্যয় বেশি দেখানো হবে
/105
+ Answer
D
+ Explanationঅবচয়ের জন্য সমন্বয় দাখিলা হল- অবচয় হিসাব (ব্যয়/খরচ) ডেবিট, টু, পুঞ্জিভূত অবচয়। কারণ অবচয় ধার্য করায় অবচয় নামক ব্যয় বা খরচ বৃদ্ধি পায় এবং সে সম্পত্তিটির মূল্যকে হ্রাস করা হয়। অতএব হিসাবকাল শেষে অবচয়ের জন্য সমন্বয় দাখিলা না দিলে বা অবচয়ের সমন্বয় না করা হলে অবচয় নামক ব্যয় কম দেখানো হবে। এবং সম্পত্তির মুল্য বেশী দেখানো হবে।