Question:রেওয়ামিলের সাপ্লাইস (supplies) হিসেবে ১৫,০০০ টাকা দেখানো আছে। যদি বৎসর শেষে ৮,০০০ টাকার সাপ্লাইস(Supplies) হাতে থাকে, তবে সমন্বয় জাবেদা (adjusting entries) হবে-
A সাপ্লাই খরচ ডেবিট ৮,০০০ টাকা এবং সাপ্লাই ক্রেডিট ৮,০০০ টাকা
B সাপ্লাই ডেবিট ৮,০০০ টাকা এবং সাপ্লাই খরচ ক্রেডিট ৮,০০০ টাকা
C সাপ্লাই ডেবিট ৭,০০০ টাকা এবং সাপ্লাই খরচ ক্রেডিট ৭,০০০ টাকা
D সাপ্লাই খরচ ডেবিট ৭,০০০ টাকা এবং সাপ্লাই ক্রেডিট ৭,০০০ টাকা
E সাপ্লাই খরচ ডেবিট ৭,০০০ টাকা এবং সাপ্লাই ক্রেডিট ৭,০০০ টাকা
+ Explanationসাপ্লইসকে (supplies) সাধারণত সম্পত্তি হিসেবে গণ্য কর াহয়। রেওয়ামিলে সাপ্লাইস ১৫,০০০ টাকা এবং বৎসর শেষে ৮,০০০ টাকা সাপ্লাইস থাকায় সাপ্লাইস খরচ (১৫,০০০-৮০০০) = ৭০০০ টাকার জন্য সমন্বয় জাবেদা হবে সাপ্লাইস খরচ হিসাব ডেবিট ৭,০০০ টাকা; সাপ্লাইস হিসাব হিসাব ক্রেডিট ৭,০০০০ টাকা।