Question:বছরের শুরুতে অগ্রীম বেতন বাবদ ২৫,০০০ টাকা প্রদান কর হয়, বাৎসরিক বেতন ৮,০০০ টাকা হলে বছর শেষে সমন্বয় জাবেদা হবে-
A বেতন হিসাব Dr. ৮,০০০ টাকা
নগদান হিসাব Cr. ৮,০০০ টাকা
B নগদান হিসাব Dr. ৮,০০০ টাকা
বেতন হিসাব Cr. ৮,০০০ টাকা
C বেতন হিসাব Dr. ১৭,০০০ টাকা
নগদান হিসাব Cr. ১৭,০০০ টাকা
D বেতন হিসাব ডেবিট ৮,০০০ টাকা
নগদান হিসাব ক্রেডিট ৮,০০০ টাকা
+ Explanationবছরের শুরুতে অগ্রীম বেতন ২৫,০০০ টাকা প্রদান করে অগ্রীম বেতন (সম্পত্তি) হিসাবে ডেবিট করেছিল। এখন হিসাবকাল অতিক্রম করার হিসাবকালে যে ব্যয় বেতন বাবদ সংঘটিত হহয়েছে তা অগ্রীম বেতন বাদ দিতে হবে। অর্থাৎ অগ্রীম বেতনের সাথে বেতন খরচ ৮,০০০ টাকা সমন্বয় করতে হবে। আর এ সমন্বয়ের কারণে সম্পত্তি (অগ্রীম বেতন) কমে যাবে। ফলে অগ্রীম বেতন হিসাবে ক্রেডিট করতে হবে। অর্থাৎ সমন্বয় জাবেদা হবে- বেতন হিসাব ডেবিট ৮,০০০ টাকা। অগ্রীম বেতন হিসাব ক্রেডিট ৮,০০০ টাকা।