Question:কোন খরচটির জহন্য নগদ অর্থ ব্যয় হয় না?
A বেতন
B ভাড়া
C অবচয়
D অগ্রপ্রদত্ত বীমা-খরচ
E বিক্রয় কমিশন
+ AnswerC
+ Explanationএ প্রশ্নটির Option গুলোর মধ্যে (ক) বেতন (খ) ভাড়া (ঘ) অগ্রপ্রদত্ত বীমা খরচ (ঙ) বিক্রয় কমিশন সবগুলোর জন্যই নগদ টাকা প্রদান বা খরচ করতে হয়। শুধুমাত্র Option (গ) অবচয় এর জন্য কোন নগদ অথ্য বয় হয় না। কারণ পূর্ব প্রদত্ত মূলধন জাতীয় ব্যয় যার দ্বারা অর্জিত কোন সম্পত্তির ব্যবহারিক আয়ূকালের মধ্যে বন্টিত মুনাফা জাতীয় খরচ হল অবচয়। যা সম্পত্তিটির ব্যবহারিক জীবনকালের প্রতিটি হিসাবকালের আয়ের বিপরীতে ব্যয়স্বরূপ চার্জ করা হয়। সুতরাং অবচয় কোন পূর্বে কৃত ব্যয়ের (সংশ্লিষ্ট হিসাবকালে) বণ্টিত অংশ মাত্র।
+ Report