Question:১৯৯৮ সনে ৩ বছরের জন্য ৩,৬০০ টাকায় একটি বীমা পলিসি ক্রয় করা হয় এবং অগ্রীম প্রদত্ত বীমা হিসাবে ডেবিট করা হয়, ১৯৯৯ সনে ধরা পড়ে সে ১৯৯৮ সনে বীমা সম্পর্কে কোন দাখিলা দেয়া হয় নি এবং এজন্য ১৯৯৮ সনের নিট আয় (কোন কর নাই ধরে) নিয়ে ১,০০০ টাকা বেশি ধরা হয়েছে। এই পরিসিটি যে তারিখে ক্রয় করা হয়েছিল-
A ১ জানুয়ারি, ১৯৯৮
B ১ ফেব্রুয়ারি, ১৯৯৮
C ১ মার্চ, ১৯৯৮
D ১ মে, ১৯৯৮
E ১ এপ্রিল, ১৯৯৮
+ Explanationযেহেতু ৩ বচরের জন্য বীমা পলিসি ক্রয় করা হয়েছে ৩,৬০০ টাকায়। সুতরাং প্রত্যেক মাসের বীমা পলিসি বাবদ খরচ হয় (৩,৬০০ ^-:^ ৩৬) = ১০০ টাকা [১ বছর = ১২ মাস .: ৩ বছর = ৩৬ মাস]
১৯৯৮ সালে বীমা খরচ বাবদ কোন দাখিলা না দেওয়ায় যেহেতু উক্ত বছরের নীট আয় ১,০০০ টাকা বেশি দেখানো হয়েছে সেহেতু উক্ত বছর বীমা পলিসি বাবদ খরচ হয়েছিল ১,০০০ টাকা। আবার যেহেতু প্রতিমাসে বীমা খরচ ১০০ টাকা সেহেতু ১,০০০ টাকা বীমা খরচ বাবদ, খরচ হয় (১,০০০ ^-:^ ১০০) = ১০ মাস। সুতরাং বোঝঞা যায় যে, ১৯৯৮ সন শেষে হওয়ার (৩১/১২/৯৮) ১০ মাস পূর্বে বীমা পলিসিটি ক্রয় করা হয়েছিল। অর্থা ১৯৯৮ সনের ১লা মার্চ বীমা পলিসিটি গ্রহণ করা হয়।