Question:২০০৫ সালে ৮ বছরের জন্য ৬০,০০০ টাকা বিনিয়োগ করা হলো। বিনিয়োগের উপর সুদের হার ১০ টাকা। ৩১২ শে ডিসেম্বর বকেয়া সুদ আয় বাবদ ৩,৫০০ টাকার সমন্বয দাখিলা প্রদান করা হয়। সারাবছর ধরে কোন নগদ সুদ প্রাপ্তি ছিল না বিনিয়োগরে তারিখ ছিল-
+ Explanation২০০৫ সালে ৮ বছরের জন্য বিনিয়োগের পরিমাণ ৬০,০০০ টাকা। সুদের হার ১০%। সুতরাং বিনিয়োগট্রি বাৎসরিক সুদ অর্জিত হবে (৬০,০০০ X ১০%) = ৬,০০০ টাকা।
বাৎসরিক সুদ ৬,০০০ টাকা হলে
মাসিক বা প্রতিমাসের বা এক মাসের সুদের পরিমাণ হবে (৬০০০ ^-:^ ১২) = ৫০০ টাকা দেওয়া আছে যে, ২০০৫ সালের অর্জিত সুদের পরিমাণ ৩,৫০০ টাকা। এখন, এক বা প্রতি মাসের ৫০০ টাকা সুদ অর্জিত হলে ৩,৫০০ টাকা সুদ অর্জিত হবে (৩,৫০০ ^-:^ ৫০০) = ৭ সামে। অর্থাত ২০০৫ সালে মোট সুদ অর্জিত হয়েছে ৭ মাসের। সুতরাং বলা যায় যে, ২০০৫ সালে বিনিয়োগটি করা হয়েছিল ২০০৫ সালে শেষ (৩১/১২/২০০৫) হওয়ার ৭ মাস আগে। অর্থাৎ জুনের ১ তরিখে।