+ Explanationকোম্পানি বা ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন সম্পত্তিগুলো হল- (ক) অলীক সম্পত্তিসমূহ- প্রাথমিক খরচাবলী, শেয়র অবহার/বাটআটা, ঋণপত্রের অবহার/বাট্টা ইত্যাদি। (খ) অস্পর্শনীয় সম্পত্তিসমূহ হল- সুনাম, পাটেন্ট, ট্রেডমার্ক বা ব্যবসায়িক চিহ্ন, কপিরাইট গ্রন্থ স্বত্ত্ব ইত্যাদি। (গ) চলতি সম্পত্তিসমূহ- নগদ টাকা, ব্যাংক জমা, দেনাদার প্রাপ্য বিল, প্রাপ্য অগ্রপ্রদত্ত ইত্যাদি। (ঘ) স্থায়ী সম্পত্তিসমূহ- ভূমি-দালান, আসবাবপত্র, সরঞ্জাম ইত্যাদি। সুতরাং সুনাম হল, অস্পর্শনীয় সম্পত্তি।