Question:যদি ব্যবসায় থেকে নগদ ১০০ টাকা চুড়ি হয়, তবে হিসাবে এটির প্রভাব কি হবে?
A নগদ কমবে, খরচ বাড়বে
B নগদ বাড়বে, খরচ বাড়বে
C নগদ কমবে, খরচ কমবে
D নগদ বাড়বে, খরচ কমবে
E কোন প্রভাব পড়বে না
+ Explanationব্যবসা হতে নগদ ১০০ টাক বা যে কোন পরিমাণ টাকা চুড়ি গেলে তার জন্য নগদ (সম্পত্তি) কমবে এবং খরচ (বিবিধ ক্ষতি) বৃদ্ধি পাবে এবং এর জন্য জাবেদা দাখিলা হবে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, নগদান হিাবে ক্রেডিট। যদি চুড়ান্ত হিসাবের পূর্বে সমন্বয় করা না হয় তবে চূড়ান্ত সিাবে প্রস্তুত কালে উদ্বর্তপত্রে নগদ তহবিল হতে বিয়োগ এবং লঅভ-ক্ষতি হিসাবে খরচের দিকে বিবিধ ক্ষতি হিসাবে দেখাতে হয়।