Question:কোনটি আর্থিক প্রতিবেদন?
A রেওয়ামিল
B জাবেদা
C খতিয়ান
D ক্রয়-বিক্রয় হিসাব
+ AnswerD
+ Explanation(ক) রেওয়ামিল হল হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচািই করার জন্য প্রস্তুতকৃত তালিকা বা বিবরণী মাত্র। ফলে এটি কোন আর্থিক প্রতিবেদন নয়। Option (খ) খেতিয়ানও কোন প্রতিবেদনরে অন্তর্ভুক্ত নয়। কেননা, খতিয়ানে লেনদেন সমূহকে বিশ্লেষণ করে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়। (ঘ) ক্রয়-বিক্রয় হিসাব তৈরি করা হয় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা (মোট লাভ বা মোট ক্ষতি) নির্ণয় করার জন্য। যা প্রতিবেদন হিসেবে কাজ করে।
+ Report