C ব্যবসায় থেকে উত্তোলিত নগদ টাকা নিজস্ব ব্যাংক হিসাবে জমা দিলে
D সমাপনী দাখিলা প্রস্তুত করলে
/105
+ Answer
D
+ Explanation(ক), (খ) ও (গ) সবগুলো দ্বারিই মালিক কর্তৃক উত্তোলন জুঝায়। ফলে এ ধরনের উত্তোলন হিসাব (ব্যয়) নামিক হিসাবে রঅন্তর্গত, ফলে াকে হিসাবকাল শেষে মালিতের মূলধনের সাথে সমন্বয় করে মালিকের মূলধনের পরিমাণ হ্রাস করতে হয়। তােই মূলধন হিসাব ডেবিট ও উত্তোলন হিসাব ক্রেডিট করা হয়। সুতরাং শুধুমাত্র (ঘ) সমাপনী দাখিলা প্রদান কালে উত্তোলন হিসাবকে ক্রেডিট করতে হয়।