Question:যদি সমন্বয়ে ২,৫০০ টাকা বকেয়া বেতন খরচ লিপিবদ্ধ করার বাদ পড়ে যায় তা হলে-
A খরচ কম দেখানো হয়
B দায় কম দেখানো হয়
C নীট আয় বেশি দেখানো হয়
D সবগুলোই
/105
+ Answer
D
+ Explanationবকেয়া বেতন লিপিবদ্ধ না হলে বেতন খরচ কম দেখানো হবে। খরচ কম দেখালে নীট আয় বেশি দেখানো হবে। অন্যদিকে বেতন বকেয়া একটি দায়, যেটি কম দেখানো হবে।