Question:একটি প্রতিষ্ঠানের বাকী আয়ের ক্ষেত্রে জাবেদা হবে-
A নগদান ডেবটি এবং আয় ক্রেডিট
B দেনাদার ডেবটি এবং আয় ক্রেডিট
C পাওনাদার ডেবিট এবং আয় ক্রেডিট
D কোনটিই নয়
/105
+ Answer
B
+ Explanationবাকীতে আয় সংঘটিত বা বৃদ্ধি পেলে ডেবট করতে হয়। আর ব্যয়ের জন্য প্রতিদান প্রদান না হলে, পাওনাদারের সৃষ্টি হয় বা সংশ্লিষ্ট ব্যয়কে প্রদেয় করে ক্রেডিট করা হয়। অর্থাৎ বকেয়া বেতনের সমন্বয় জাবেদা হবে বেতন খরচ ডেবিট ও প্রদেয় বেতন হিসাব ক্রেডিট।