+ Explanationসাধারণত বছর শেষে নামীক হিসাব সমূহের জের শূন্য করার জন্য সমন্বয় জাবেদা প্রদান করা হয়। অর্থাৎ সমন্বয় জাবেদার পর নামিক হিসাবের জের সমুহ শূন্য হয়ে যায়। আর সম্পত্তি ও দায় বাচক হিসাবের জের শূন্য হয় না। এখানে, বেতন, ভাড়া ও অবচয় সবগুলোই নামিক হিসাবের অন্তর্গত। আর বিলম্বিত বিজ্ঞাপনকে সম্পত্তি হিসাবে দেখানো হয়। সুতরাং সমন্বয় জাবেদার পর বিলম্বিত বিজ্ঞাপন হিসাবের জের শূন্য হবে না।