+ Explanationযে সকল ব্যয় প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলী পরিচালনার জন্য নয় বরং প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি অর্জনের জন্য করা হয় এবং যা থেকে ভবিষ্যতে নির্দিস্ট সময় পর্যন্ত সুবিধা পাওয়া যাবে সেসকল ব্যংকে মূলধনী ব্যয় বলা হয়। যেমন স্থায়ী সম্পত্তি (ভূমি, আসবাবপত্র, কলকব্জা, যন্ত্রপাতি, দালানকোঠা প্রভৃতি) ক্রয় কোনো সম্পদের সাথ যখন প্রত্যক্ষ খরচ যুক্ত হয় তখন তা মূলধন জাতীয় ব্যয় হয়।