Question:একটি কোম্পানি ২০১২ সালে ৭৫০০ টাকা বিজ্ঞাপন ব্যয় করে, যার উপযোগ অন্তত তিন বছর পাওয়া যাবে। কোম্পানীটি ২০ হাজার টাকার শেয়ার কিনেছে, ১০ হাজার টাকার বিদ্যুৎ সংস্থাপন ব্যয় করেছে এবং ২০ হাজার টাকা বেতন দিয়েছে। ঐ কোম্পানীর ২০১২ সালের মুলধন জাতীয় ব্যয় হল-
A ১ লক্ষ ২৫ হাজার টাকা
B ১ লক্ষ ৫ হাজার টাকা
C ৭৫ হাজার টাকা
D ৫৫ হাজার টাকা
E ৩০ হাজার টাকা
+ Explanationএখানে বিজ্ঞাপন খরচ হবে বিলম্বিত মুনাফা জাতীয় খরচ, শেয়ার ক্রয় ও বিদ্যুত সংস্থাপন ব্যয় মুলধন জাতীয় খরচ এবং বেতন প্রদান মুনাফা জাতীয় খরচ। সুতরাং ঐ কোম্পানীর ২০১২ সালের মুলধন জাতীয় ব্যয় হবে = ২০ হাজার + ১০ হাজার = ৩০ হাজার টাকা।