Question:শহীদ সাহেব সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহের জন্য ৪০০০ টাকা বেতন অর্জন করেছেন। এ বাবদ নগদ অর্থ তাকে দেয়া হবে অক্টোবরের ২ তারিখে। এই জন্য অক্টোবর মাসের জাবেদা হবেঃ
A কোন জাবেদার প্রয়োজন নেই
B বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট
C বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
D বকেয়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
+ Explanationসেপ্টেম্বর মাসের শেষ দিনে জাবেদা হবে, বেতন হিসাব ডেবিট ৪০০০ টাকা, বকেয়া হিসাব ক্রেডিট ৪০০০ টাকা। অক্টোবর মাসে বেতনের টাকা পরিশোধের সময় জাবেদা দাখিরা হবে বকেয়া বেতন হিসাব ডেবিট ৪০০০ টাকা, টু নগদান হিসাব ক্রেডিট ৪০০০ টাকা।