Question:ABC Ltd. এর যন্ত্রপাতি হিসাবে ১৯৮৭ সালের ১লা জানুয়ারীতে ডেবিট জের ছিল ১,৪৭,৩৯০ টাকা। কোম্পানী এই যন্ত্রপাতিটি ১৯৮৪ সালের জানুয়ারি মাসে ক্রয় করে এবং তখন থেকেই ১৫% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য কর। কিন্তু, ১৯৮৭ সালে কোম্পানী অবচয় নীতি পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় এবং অবচয় হার অপরিবর্ততে রেখে সরল রৈখিক পদ্ধতিতে তা ১৯৯৮৪ সালে হতে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে ১৯৮৭ ৫০,০০০ টাকার অতিরিক্ত যন্ত্রপাতি ক্রয় করা হয়। ১৯৮৭ সালের ৩১ ডিসেম্বর হিসাব বৎসর সমাপ্ত হলে নতুন পদ্ধতি কার্যকর করার ফলে কত টাকা অবচয় বেশী দেখানো যাবে?
+ Explanationআমরা জানি, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে নির্দিষ্ট সময় (t) তম বছর শেষে সম্পত্তির বহিমূল্য (BV) = C x (1 - R)^t
এখান থেকে পাওয়া যায় (C) = BV/(1 - R)^1
প্রশ্নে দেয়া আছে, BV = বহিঃ মূল্য (নির্দিষ্ট সময় শেষে) (Book Value)
= 1,47,390 tfjf
C = ক্রয়মূল্য (Cost)
t = নির্দিস্ট সময় (Time) = ৩ বছর
[১৯৮৪ সাল জানুয়ারী থেকে ১৯৮৭ জানুয়ারী পর্যন্ত]
R = হার (অবচয় হার) (Rate) =১৫% = ১৫/১০০ = ০.১৫
সুতরাং, C = ১,৪৭,৩৯০/(১ - ০.১৫)^৩ = ১,৪৭,৩৯০/(১ - ০.৮৫)^৩ = ২,৪০,০০০ টাকা।
সুতরাং তিন বছরের ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে মোট অবচয় ধার্য করা হয়েছে বা পুঞ্জিভূত অবচয় = (২,৪০,০০০ - ১,৪৭,৩৯০) = ৯২,৬১০ টাকা।
এবার, সরল রৈখিক পদ্ধতিতে তিন বছরের অবচয়= অবচয়যোগ্র মুল্য x অবচয় হার
= (২,৪০,০০০ x ০.১৫) = ৩৬,০০০ টাকা
[ অবচয়যোগ্য মূল্য = ক্রয়মূল্য - ভগ্নাবশেষ মুল্য
= (২৪০,০০০ - ০) = ২৪০,০০০ টাকা]
সুতরাং সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় ধার্য করা হয়েছে বা
পুঞ্জিভূত অবচয় = (৩৮=৬,০০০ x ৩) = ১,০৮,০০০ টাকা
অতএব সরল রৈখিক পদ্ধতি কার্যকর করার ফলে অবচয় হিসাবে বেশি দেখানো হবে
= (১,০৮,০০০ - ৯২,৬১০) = ১৫,৩৯০ টাকা।