+ Explanationসম্পত্তি ক্রয় বা অর্জনের জন্য মুলধন জাতীয় এককালীন ব্যয় করা হয়ে থাকে। পরবর্তীতে উক্ত ব্যয়কে মুনাফার বিপরীতে একটি নির্দিষ্ট হারে সম্পত্তির আনুমানিক জীবনকাল বা কার্যকালের মধ্যে বন্ট করা হয়। যা সম্পত্তি অবচয় নামে পরিচিত। সুতরাং বলা যায় যে, অবচয় হল সম্পত্তির ব্যয়বন্টন প্রক্রিয়া। এই ব্যয় বন্টনকে ক্রয় মূল্য বন্টনও বলা হয়ে থাকে।