Question:সরল রৈখিত পদ্ধতিতে বার্ষিক অবচয় ধার্যে যে বিষয়টি বিবেচনা করা হয় না, তা হলো-
A একটি সম্পত্তির কার্যকর আয়ূকাল
B নিঃশেষ মূল্য
C সম্পত্তির স্থাপন ব্যয়
D সম্পত্তির উপর প্রদত্ত ভ্যাট
E সম্পত্তির উপর জমাকৃত অবচয়ের জের
+ Explanationসম্পত্তির অবচয নির্ণয় করার জন্য অনেক গুলো পদ্ধতি রয়েছে। তার মধ্যে সরল রৈখিক পদ্ধতিতে সম্পত্তির অবচয় নির্ধারণ করায় সময় যে বিশেষ তিনটি বিষয় গুরুত্ব সহকারে বিবেচিত হয় তা হল-
i) সম্পত্তির ক্রয়মূল্য বা অর্জনমূল্য বা ক্রয়বহি মূল্য (সম্পদ অর্জনের সকল খরচ সহ)
ii) সম্পত্তির আনুমানিক জীবনকাল বা কার্যকাল ও
iii) সম্পত্তির আনুমানিক নিঃশেষিত বা ভগ্নাবশেষ মূল্য
প্রশ্নটির উত্তরের জন্য প্রদত্ত Option গুলোর মধ্যে (ঙ) সম্পত্তির উপর জমাকৃত অবচয়ের জের বিবেচনা করা হয়না।