Question:বেক্স কোম্পানি ৮৪,০০০ টাকা মূল দামের একটি স্থায়ী সম্পত্তি নগদ ৫৬,০০০ টাকায় বিক্রয় করল। যদি বেক্স কোম্পানি সঠিক ভাবে এ বিক্রয়ের উপর ৩৯,০০০ টাকা মুনাফা দেখায় , তবে বিক্রয় তারিখে সম্পত্তির পুঞ্জিভূত অবচয় অভশ্যই হবেঃ
A ৭৩,০০০ টাকা
B ৬৭,০০০ টাকা
C ২৮,০০০ টাকা
D ৪৫,০০০ টাকা
+ Explanation৮৪,০০০ টাকা মূল দামের সম্পত্তি ৫৬,০০০ টাকায় বিক্রয় করলে এবং বিক্রয়ের ভিতর ৩৯,০০০ টাকা মুনাফা থাকায় সম্পত্তিটির বিক্রয়ের সময় মূল্য হবে বা ভগ্নাবশেষ মূল্য হবে (৫৬,০০০-৩৯,০০০) = ১৭,০০০ টাকা।
অর্থাৎ, ১৭,০০০ টাকা মূল্যের সম্পত্তি বিক্রি করা হয়েছিল ৫৬,০০০ টাকা।
আমরা জানি যে, সম্পত্তির পুঞ্জিভূত অবচয় = মূলদাম /অর্জনমূল্য / ক্রয়মূল্য - ভগ্নাবশেষ মূল্য
সুতরাং স্থায়ী সম্পত্তিটির পুঞ্জিভূত অবচয় = (৮৪,০০০-১৭,০০০) টাকা
= ৬৭,০০০ টাকা