+ Explanationঅর্জিত সম্পত্তির ক্রয় ব্যয় বা মূল্য সম্পত্তির নির্দিষ্ট ব্যবহারযোগ্য আয়ুষ্কালের মধ্যে বন্টন করার জন্য অবচয় ব্যয় নির্ধারণ করা হয় এবং এর জন্য নীট মুনাফা থেকে একটা নির্দিষ্ট পমিাণ অর্থ সঞ্চিতি করে রাখা হয। ফলে কারবারের (ক) প্রকৃত মুনাফা নির্নীত হয় এবং (খ) মূলধন সংরক্ষণ করা হয়। আর প্রতি সছর সম্পত্তির অর্জন মূল্যের উপর একটা নির্দিষ্ট হারে অবচয় রাখার ফলে সঠিক উৎপাদন ব্যয় নির্ণয় করা হয়।
সুতরাং অবচয় হিসাব রক্ষণের প্রধান উদ্দেশ্য সমূহ সম্পর্কে প্রদত্ত প্রশ্নের সব Option গুলোই সত্য।