যন্ত্রটির অবশিষ্ট মূল্য = ৬,০০০ X ১০% = ৬০০ টাকা। সুতরাং, যন্ত্রটির নীট অবচয় যোগ্যমূল্য = (৬০০০ - ৬০০) = ৫,৪০০ টাকা। একন, যেহেতু ৯০০ টাকা অবচয় হয় = ১ বছরে (প্রতি বছরে) সুতরাং ৫,৪০০ টাকা অবচয় = (৫,৪০০/৯০০) বছরের = ৬ বছরে।