Question:একটি আসবাবপত্রের ক্রয়মূল্য ৩,৫০০ টাকা, অবচয়ের হার ১০% (সরলরৈখিক), এবং পুঞ্জিভূত অবচয়ের পরিমাণ ২,১০০ টাকা হলে, আসবাবপত্রটি কেনা হয়েছিল-
A ২ বছর
B ৬ বছর
C ৪ বছর
D ৫ বছর
/122
+ Answer
B
+ Explanationসরল রৈখিক পদ্ধতিতে আসবাবপত্রটির ১ বছরের অবচয় = ৩৫০০ x ১০% = ৩৫০ টাকা হলে ২১০০ টাকা অবচয় হয় (২১০০ ^:-^ ৩৫০) = ৬ বছর অথাৎ পুঞ্জিভূত অবচয় ২১ টাকা হলে ৬ বছর আগে আসবাবপত্রটি ক্রয় করা হয়েছিল।