A গ্রহকের নিকট হতে অগ্রিম গ্রহণ ৫০,০০০ টাকা
B পরবর্তী মাসে পণ্য সরবরাহের জন্য চুক্তি সম্পন্ন করা হল এবং ১,০০,০০০ টাকা জমা হল
C মাসিক ৩০,০০০ টাকায় একজন ব্যবস্থাপক নিয়োগ করা হয়
D ১০,০০০ টাকার সেবা প্রদান করা হল কিন্তু বিল করা হয়নি
E এই বৎসর ৮,০০০ টাকার মালামাল অপব্যয়িত (Wastage)
+ Explanationকোন ঘটনাকে লেনদেন হতে হলে একে লেনদেনের প্রধানবৈশিষ্ট্য গুলোর যে কোনটির অন্তর্ভুক্ত হতে হয়।
বৈশিষ্ট্য গুলো হল, অর্থের অংকৈ পরিমাপ যোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন, দ্বৈত স্বত্ত্বা, স্বয়ংসম্পূর্ণ ও সতন্ত্র, দৃর্শ মানতা প্রভৃতি। প্রদত্ত Option গুলোর মধ্যে ‘গ’ Option এর ঘটনাটা লেনদেনের কোন বৈশিষ্ট্যের আওতায় আসে না। অর্থাৎ এর দ্বারা আর্থিক অবস্থার কোন পরিবর্তন হয় নাই।