+ Explanationপ্রশ্নটিতে কোম্পানির মোট মালিকানা স্বত্ত্বের পরিবর্তন বলতে বর্তমান মালিকানা স্বত্ত্বের হ্রাস অর্থবা বৃদ্ধি কে নির্দেশ করা হয়েছে। অর্থাৎ মালিকানা স্বত্ত্ব ১,০০,০০০ টাকা হলে পরিবর্তীত হয়ে মালিকানা স্বত্ত্ব হবে ১,০০,০০০ টাকার কম অথবা বেশি। প্রশ্নটি অপশন গুলোতে প্রদত্ত ক, খ, ঘ এবং ঙ তে একই সঙ্গে উক্ত কোম্পনির মালিকানা স্বত্ত্বের হ্রাস ও বৃদ্ধি ঘটবে। অর্থাৎ মালিকানা স্বত্ত্বের কোনরূপ পরিমানগত/নীট পরিবর্তন হবে না। কিন্তু ‘গ’ তে প্রদত্ত লেনদেনটির জাবেদা হলো লভঅংশ হিসাব ডেবিট এবং প্রদেয় লভ্যাংশ হিসাব ক্রেডিট। অর্থাৎ লেনদেনটির মাধ্যমে মালিকানা স্বত্ত্ব হ্রাস পায় এবং দায়ের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে লেনদেনটির দ্বারা মোট মালিকানা স্বত্ত্বের পরিমাণ কমে যাবে।