Question:নিম্নের কোন ঘটনাটি হিসাববিজ্ঞানের লিপিবদ্ধ হয় না?
A ধারে যন্ত্রপাতি ক্রয়
B একজন কর্মচারী কর্মচারিচ্যুত হলে
C ব্যবসায় নগদ বিনিয়োগ
D মালিক কর্তৃক ব্যীক্তগত প্রয়োজন নগদ উত্তোলন
E ধারে বিক্রয়
/456
+ Answer
B
+ Explanationযে সকল ঘটনার দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার সাথে লেনদেনগুলো হিসাববিজ্ঞানে লিপিবদ্ধ করা হয়। একজন কর্মচারীকে চাকুরিচ্যুত করা হলে সরাসরি কোন রূপ আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয় না। ফলে এ ঘটনাটি হিসাববিজ্ঞানকে লিপিবদ্ধ করা হয় না।