+ Explanationক. জাবেদা ও খতিয়ান হিসাবরক্ষণ কাজে ব্যবহৃত দুটি হিসাব বহি খ. সুবিধা লাভ ও ত্যাগ কখনও ইনপুট ও আউটপুট হতে পারে না। গ. প্রাপক ও দাতা লেনদেনের দুটি পক্ষ অতএব ঘ. লেনদেন হিসাব বিজ্ঞানের মূল উপাদান এর পরিসমাপ্তি ঘটে আর্থিক বিবরণী তৈরীর মাধ্যমে লেনদেন ও আর্থিক বিবরণী হলো সঠিক উত্তর।