+ Explanationমালিকানা স্বত্তের বৃদ্ধির কারণ হলো, কোন সম্পত্তি, দায় বৃদ্ধি, দায় হ্রাস, খরচ/ব্যয় হ্রাস, আয় বৃদ্ধি প্রভৃতি। ফলে প্রশ্নটির জন্য সঠিক উত্তর হিসেবে এটি সম্পূর্ণ শুদ্ধ নয়। Option (খ) অন্য কোন সম্পত্তির হ্রাসের ফলে একটি সম্পত্তির বৃদ্ধি হতে পারে- যেমনঃ নগদ আসবাবপত্র ক্রয়। এত নগদ টাকা (সম্পত্তি) হ্রাস, আসবাবপত্র (সম্পত্তি) বৃদ্ধি পায়। ফলে এটিও উত্তর হিসেবে সঠিক নয়। Option (গ) দায়ের বৃদ্ধির ফলে সম্পত্তির বৃদ্ধি ঘটতে পারে। যেমন- বাকীতে মেশিন ক্রয়। এতে মেশিন (সম্পত্তি) বৃদ্ধি পায়, অন্য দিকে পাওনাদার (দায় বৃদ্ধি) পায়। Option (ঘ) ক্ষতির বৃদ্ধির ফলে কোন সম্পত্তি বৃদ্ধি পায় না ইহা মালিকানা স্বত্ত্বকে হ্রাস করে।