Question:এবিসি কোম্পানীর বৎসরের প্রারম্ভে মোট সম্পত্তি ও দায় ছিল যথাক্রমে ৮,০০,০০০ টাকা এবং ৫,০০,০০০ টাকা। যদি সংশ্লিষ্ট বৎসরের সম্পত্তি ১,৫০,০০০ টাকা বৃদ্ধি পায় ৮০,০০০ টাকা হ্রাস পায় তবে বৎসর শেষে মালিকানা স্বত্ত্ব কত হবে?
A ৬,৩০,০০০ টাকা
B ৪,৩০,০০০ টাকা
C ৫,২০,০০০ টাকা
D ৫,৩০,০০০ টাকা
+ Explanationবৎসরের প্রারম্ভিক মালিকানা স্বত্ত্ব = প্রারম্ভিক সম্পত্তি - প্রারম্ভিক দায় = (৮,০০,০০০ - ৫,০০,০০০) = ৩,০০,০০০ টাকা।
সম্পত্তি বৃদ্ধি পেলে মালিকানা স্বত্ত্ব বৃদ্ধি পায় আবার, দায় হ্রাস পাওয়ায় মালিকানা স্বত্ত্ব বৃদ্ধি পায়।
সুতরাং বৎসর শেষে মালিকানা স্বত্ত্বের পরিমাণ
= (৩,০০,০০০ + ১,৫০,০০০ + ৮০,০০০) = ৫,৩০,০০০ টাকা।