+ Explanationএক মালিকানা বা ছোট কোন কারবারের আর্থিক অবস্থা জানার জন্য এক তরফা দাখিলা পদ্ধতিতে কোন নির্দিষ্ট দিনে সম্পত্তি সমূহ ডান দিকে ও দায় সমূহ বাম দিকে বসিয়ে উদ্বর্তপত্রের ন্যয় যে বিবরণী তৈরি করা হয় তাকে বৈষয়িক বিবরণী বা বৈষয়িক বিবৃতি বলে। অতএব, বৈষয়িক বিবরণী হিসাবের কোন শ্রেণী বিভাগের ভিতর পড়ে না।