Question:৭,০০০ টাকার সেবা প্রদান করে ৪,০০০ টাকা নগদে পাওয়া গেল এবং অবশিষ্ট অংশ বকেয়া রইল। নিম্নের কোন পরিবর্তনটি সংঘটিত হবে?
A দায়বৃদ্ধি পাবে ও সম্পত্তি হ্রাস পাবে
B সম্পত্তি বৃদ্ধ পাবে ও ব্যয় হ্রাস পাবে
C সম্পত্তি ও মালিকানা সত্ত্ব উভয়ই বৃদ্ধি পাবে
D উদ্বর্তপত্রের মোট যোগফলের কোন পরিবর্তন হবে না
+ Explanationলেনদেনটির জাবেদা হবে-
নগদা হিসাব ডেঃ ৩০০০/=
বকেয়া আয় বা দেনাদার হিসাব ৩০০০/= টু সেবা আয় হিসাব ৭০০০/= ও দেনাদার হিসাব এবং সেবা বা আয় সিাব ক্রেডিট হলে তা বৃদ্ধি বুঝায়। আর আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। সুতরাং লনদেনটির ফরে সম্পত্তি ও মালিকানা স্বত্ত্ব উভয়ই বৃদ্ধি পাবে।