Question:অনুপার্জিত আয়, হিসাব সমীকরণকে যেভাবে প্রভাবিত করে-
A অনুপার্জিত আয়, দায় বৃদ্ধি
B সম্পত্তি বৃদ্ধি ও দায় বৃদ্ধি
C সম্পত্তি বৃদ্ধি ও মালিকানা স্বত্ব বৃদ্ধি
D দায় বৃদ্ধি ও মালিকানা স্বত্ব বৃদ্ধি
+ Explanationযখন অনুপার্জিত আয় পাওয়া যায় তখন জাবদা দাখিলা দেয়া হয়- নগদান হিসাব ডেবিট ও অনুপার্জত আয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব সম্পত্তি বাচক হিসাব বা ডেবিট দ্বারা সম্পত্তির বৃ্িদধ নির্দেশ করে অপরদিকে অনুপার্জিত আয় দায় বাচক যা ক্রেডিট দ্বারা দায় হিসাবের বৃদ্ধি নির্দেশ করে। সুতরাং হিসাব সমীকরণে এর পবাবে সম্পত্তি বৃদ্ধি ও দায় বৃদ্ধি পাবে।