Question:সাধারণ শেয়ারের উপর ৭.৫% নগদ লভ্যাংশ ঘোষণা করা হলে আর্থিক অবস্থার কী ধরনের পরিবর্তন ঘটে?
A কাঠামোগত
B গুণগত
C পরিমাণমত
D ক এবং খ উভয়ই সঠিক
E আর্থিক অবস্থার কোন পরিবর্তন ঘটে না
/456
+ Answer
D
+ Explanationনগদ লভ্যাংশ ঘোষণা করা হলে পরিশোধের পূর্বপর্যন্ত দায়ের সৃষ্টি হয় এবং জমাকৃত মুনাফা হ্রাস পায়। অর্থা হিসাব সমীকরণের একদিকের পরিবর্তন সাধিত হয়। আর হিসাবসমীকরণের একদিকের (সম্পত্তি অথবা মালিকানা ও দায়) কাঠামোগত বা গুণগত পরিবর্তন বলা হয়।