Question:সমপনী দাখিলা লিখন ও খতিয়ানে লিপিবদ্ধ করার পর যে হিসাবে উদ্বৃত্ত শূন্য হয়, তা-
A সেবা আয়
B বিজ্ঞাপনী মালামাল
C অগ্রিমপদত্ত বীমা খরচ
D পুঞ্জিভূত অবচয়
E কোনটিই নয়
/456
+ Answer
A
+ Explanationসমাপনী দালিখা প্রদান হয় নামিক বা আয়-ব্যয়বাচক হিসাবখাত সমূহ বন্ধ করার জন্য। সুতরাং এখানে, সমাপী দাখিলা ও খতিয়ান লিপিবদ্ধ করার পর সেবা আয় (নামিক হিসাব) হিসাবের উদ্বৃত্ত বা জের শূন্য হয়।