Question:১০,০০০ টাকার সেবা প্রদান করে ৭,০০০ টাকা নগদে পাওয়ায গলে বাকি অংশ বকেয়া রিইল। নিচের কোন পরিবর্তনটি সংঘটিত হবে?
A দায় বৃদ্ধি ও সম্পত্তি হ্রাস
B সম্পত্তি বৃদিধ ও ব্যয় হ্রাস
C সম্পত্তি বৃদ্ধি ও দায় হ্রাস
D সম্পত্তি ও মালিকানা স্বত্ব বৃদ্ধি
E উদ্বৃত্ত পত্রের মোট যোগফলের কোন পরিবর্তন হবে না
+ Explanationসেবা প্রদানের ফলে আয় বৃদ্ধি পাবে। অর্থাৎ মালিকানা স্বত্ব বৃদ্ িপাবে। নগদ টাকা প্রাপ্তির ফলে সম্পদ বাড়তে এবং আয় বকেয়া থাকার ফলে সম্পদ বাড়তে এবং আয় বকেয়া থাকার ফলে সম্পদ (প্রাপ্য) হিসাব বৃদ্ধি পাবে।