+ Explanationপ্রদেয় বিল প্রত্যাখ্যাত হলে, পাওনাদার নামক দায় বৃদ্ধি পায় ও প্রদেয় বিল নামক দায় হ্রাস পায়, প্রদেয় বিল পরিশোধ করা হলে, সরঞ্জাম নামক সম্পত্তি বৃদ্ধিপায় ও প্রদেয় হিসাব বা পাওনাদার নামক দায় বৃদ্ধি পায়; প্রদেয় হিসাব নামক দায় ও নগদ দায় বৃদ্ধি পায়; প্রদেয় হিসাব পরিশোধ করা হলে, প্রদেয় হিসাব নামক দায় ও নগদ বা ব্যাংক নামক সম্পত্তি হ্রাস পায়; বিক্রয় ফেরত এর ফলে, বিক্রয নামক আয় ও প্রাপ্য হিসাব (দেনাদার) অথবা হ্রাস পায়। আয় হ্রাস পেলে মালিকানা স্বত্ত্ব হ্রাস পায়।