Question:নীচের কোন লেনদেনের ফলে দায় বাড়বে, একটি সম্পত্তি বাড়বে এবং অন্য একটি সম্পত্তি কমবে?
A একটি সম্পত্তি ধারে ক্রয়
B আসবাবপত্রধারে ক্রয়
C আংশিক নগদ টাকায় যন্ত্রপাতি ক্রয়
D পুরানো আসবাবপত্র নগদে বিক্রয়
+ Explanationএখানে আংশিক নগদ টাকায় যন্ত্রপাতি ক্রয় অর্থাৎ একটি যন্ত্রপাতি ক্রয় করে কিছু অংশের মূল্য বাবদ নগদ টাকা প্রদান এবং অবশিষ্টাংশ ধারে রয়েছে। লেনদেনটির ফলে যন্ত্রপাতি নামক সম্পত্তিটি বৃদ্ধি পাবে এবং নগদ টাকা প্রদান করায় নগদান (সম্পদ) হিসাব কমে গেছে এবং ধারে অংশের জন্য পাওনাদার নামক দায় বৃদ্ধি পাবে।