Question:আয়- অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায়নি, ক্রেডিট করতে হবে-
A আয় হিসাব
B প্রাপ্য আয় হিসাব
C অনার্জিত আয় হিসাব
D নগদান হিসাব
/226
+ Answer
A
+ Explanationআয় অর্জিত হয়েছে ফলে আয় বেড়েছে, আয় বাড়লে আয়-হিসাব ক্রেডিট হবে। অপরদিকে যেহেতু আয়টি নগদে পাওয়া যায়নি বা বকেয়া আছে সেহেতু এটি সম্পদ (প্রাপ্ত আয়) যা ডেবিট করতে হয়।