Question:ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা হলে জাবেদা হবে-
A ব্যাংক হিসাব ডেবিট টু নগদান হিসাব
B ব্যাংক হিসাব ডেবিট টু সুদ হিসাব
C সুদ হিসাব টু ব্যাংক হিসাব
D নগদান হিসাব টু ব্যাংক হিসাব
/226
+ Answer
B
+ Explanationব্যাংক কর্তৃক সুদ মঝ্হুর করা হলে এ সুদ কখনও নগদে পাওয়া যায় না। ব্যাংক আমাদরে হিসাব সুদ জমা করে আমাদের ব্যাংক হিসবকে বাড়িয়ে দেয়। ব্যাংক হিসাব যেহেতু সম্পত্তি তাই সম্পত্তি বাড়ায় ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে। অপর দিকে সুদ নামক আয় সংঘটিত হওয়ায় আয় বেড়েছে। আয় বাড়লে আয় হিসাবকে ক্রেডিট করতে হয়। ফলে সুদ (আয়) হিসা ক্রেডিট করতে হবে।