Question:দাউদ কর্তৃক প্রস্তুতকৃত বিনিময় বিলে ওমর স্বীকৃতি প্রদান করল। ওমরের বহিতে সঠিক জাবেদা লিখনটি হবে-
A ওমর হিসাব ডেবিট টু প্রদেয় বিল হিসাব
B দাউদ হিসাব টু প্রাপ্যবিল হিসাব
C দাউদ হিসাব ডেবিট টু প্রদেয় বিল হিসাব
D ব্যাংক হিসাব ডেবিট টু প্রপ্য বিল হিসাব
+ Explanationওমর কর্তৃক বিলে স্বীকৃতি দেয়ায় ওমরের দায় (প্রদয়ে বিল) বেড়ে যায়। কারণ মেযাদ পূর্তিতে বিলটি তাকে পরিশোধ করতে হবে। ফলে তাকে প্রদেয় বিল হিসাব ক্রেডিট করতে হবে। আর যার বরাবরবিলটি স্বীকৃতি প্রদান করে পাঠানো হয় তার হিসাবকে ডেবিট করতে হয়। অর্থাৎ দাউদের হিসাব ডেবিট করতে হবে।