+ Explanationপণ্য বিক্রি বা অন্য কোন কারণে চেক পাওয়া গেলে চেকিট ব্যাংক জমা না দেয়া পর্যন্ত চেকটি কে টাকার সামিল ধরে নিতে হয় বা নগদ টাকা হিসোবে গণ্য করা হয়। যাবেদা দাখিলার সময় নগদান হিসাবকে ডেবিট আর যার কাছ থেকে চেকটি পাওয়া যায় তার হিসাবকে ক্রেডিট করতে হয়। সুতরাং জাবেদাটি হবে- নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট।