A ব্যাংক হিসাব ডটর ১০০০ টাকা
ব্যাংক চার্জ হিসাব ডেঃ ১০০ টাকা
ব্যাংক বিল আদায় হিসাব ১,২০০ টাকা
B ব্যাংক হিসাব ডটর ১০০০ টাকা
টু ব্যাংক চার্জ হিসাব ১০০ টাকা
টু ব্যাংক আদায় হিসাব ১,০০০ টাকা
C ব্যাংক আদায় হিসাব ডেঃ ১,০০০ টাকা
ব্যাংক হিসাব ১,১০০ টাকা
D ব্যাংক আদায় হিসাব ডেঃ ১,০০০ টাকা
ব্যাংক চার্জ হিসাব ক্রেঃ ১০০ টাকা
ব্যাংক হিসাব ১,১০০ টাকা
+ Explanationব্যাংক আমাদের নামে বিল আদায় করলে ব্যাংক আমাদের হিসাবে টাকা জমা করে দেয়। ফলে ব্যাংক হিসাব বেড়ে যায়। যেহেতু ব্যাংক হিসাবকে সম্পত্তি বলে গণ্য করা হয়, তাই সম্পত্তি বেড়ে যাওয়ায় ব্যাংক হিসাব ডেবিট করতে হয়। ব্যাংক বিল আদায় বাবদ চার্জ গ্রহণ করলে আমাদের ব্যয় বেড়ে যায়, ফলে ব্যাংক চার্জ হসিাব ডেবিট করতে হয়। আর বিল আদায় করার জন্য বিল আদায় হিসাব ক্রেডিট করতে হয়।