+ Explanationখতিয়ান হল লেনদেনের চূড়ান্ত গন্তব্যস্থল। প্রতিটি খতিয়ানের পৃথক (ক) পৃথক শিরোনাম বা নাম থাকে, এবং লেনদেন গুলোকে বিশ্লেষণ করে (খ) শ্রেণীবদ্ধকরণ করা হয়ে থাকে, এবং একটি নির্দষ্ট সময় সাধারণত মাসের শেষে িএর ডেবিট ও ক্রেডিট পাশের যোগফল নিরূপন করে উদ্বৃত্ত/জের নির্ণয় করা হয়ে থাকে।