Question:ব্যবসা হতে নগদ টাকা ব্যাংকে জমা দেয়া হলে দু’ঘরা নগদান বহিতে-
A ক্যাশ কলামকে ক্রেডিট
B ব্যাংক কলামকে ডেবিট
C ব্যাংক কলামকে ডেবিট ও ব্যাংক কলামকে ক্রেডিট
D ব্যাংক কলামকে ডেবিট ও ক্যাশ কলামকে ক্রেডিট করতে হয়
/226
+ Answer
D
+ Explanationব্যবসা হতে নগদ টাকা ব্যাংকে জমা দিলে নগদ টাকা (সম্পদ) কমে যায়। নগদ টাকা (সম্পদ) কমে গেলে দু”ঘরা নগদান হতে ক্রেডিট পাশ্র্বে বা ডান পার্শের নগদ বা ক্যাশ কলামকে ক্রেডিট করতে হয়। কারণ সম্পত্তি কমে গেলে বা হ্রাস পেলে ক্রেডিট করা হয়। অন্য দিকে নগদ টাকা ব্যাংকে জমা দেয়ায় ব্যাংক হিসাব নামক নম্পদ বৃদ্ধি পায়। ব্যাংক হিসাব বা জমা বৃদ্ধি পেলে দু’ঘরা নগদান বেইতে বাম পার্শে ব্যাংক কলামকে ডেবিট করতে হয়। কারণ সম্পদ বৃদ্ধি পেলে ডেবি করতে হয়।