Question:মাসের শুরুতে খুচরা নগদ তহবিল ৫০০০ টাকা, সারা মাসে খুচরা খরচের পরিমাণ ৩৫০০ টাকা, অগ্র প্রদত্ত পদ্ধতিতে মাসের শেষে খুচরা নগদের উদ্বৃত্ত হবে-
A ১৫০০ টাকা
B ৩,৫০০ টাকা
C ৫০০০ টাকা
D কোনটিই নয়
/226
+ Answer
C
+ Explanationঅগ্রপ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদানের জন্য সারা মাসে যে পরিমাণ খরচ হয়, মাসের শেষ তারিখে সেই পরিমাণ নগদ অর্থ এনে মাসের প্রথমে টাকার পরিমাণের সমান করে ব্যালেন্স বা জের রাখা হয়।